সংগীতশিল্পী সাবরিনা পড়শী ইদানীং অভিনয়েও নিয়মিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি জুটি বাঁধলেন নিলয় আলমগীরের সঙ্গে। তাঁদের নিয়ে এস আর মজুমদার নির্মাণ করলেন নাটক ‘ভালোবাসি তোমাকে’। পড়শী অভিনয় করেছেন অরণী চরিত্রে। তাঁর প্রেমে পাগল ইফতি (নিলয়)। একের পর এক ঘটনা ঘটিয়ে অরণীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ইফতি। কিন্তু তার সব চেষ্টাই বিফলে যায়। আগামী ভালোবাসা দিবসে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।


মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে