সৌদি প্রবাসী বাবার রহস্যজনক মৃত্যুর দেড় বছরের মাথায় আত্মহত্যা করলেন প্যারামেডিকেল ছাত্র মুশফিকুর রহমান মাসুক (২২)।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লালপুর ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে নবীনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের মরহুম মতিউর রহমান পিন্টুর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুক। সন্ধ্যা ৬টার দিকে ওই মেস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মাসুকের বাবা সৌদি প্রবাসী পিন্টু ২০২১ সালের ১২ জুলাই রাজধানী রিয়াদের একটি বাসায় রহস্যজনকভাবে মারা যান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমঘটিত কারণে মাসুক কীটনাশক খেয়ে অসুস্থ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিতে চাইলে আগামী রোববার বাড়িতে আসার কথা জানান। গতকাল বৃহস্পতিবার তাঁর মা ও পরিবারের সদস্যদের রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনে উঠিয়ে দিয়ে মেসে ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। সন্ধ্যা হলেও কক্ষ থেকে বের না হওয়ায় মেসের অন্য ছাত্ররা খোঁজ নিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়ি বুধপাড়ায় নিয়ে আসা হয়। তাঁকে এক নজর দেখতে মানুষের ঢল নামে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে