জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মমিনুল ইসলাম সায়েমকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মমিনুল ইসলাম সায়েমকে দলীয় পদ থেকে সাময়িক অব্যহিত দেওয়া হলো।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিল। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে