রংপুর-ঢাকা মহাসড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) সামনে বিআরটিসি বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস রংপুর থেকে ছেড়ে যাওয়া মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তাঁর নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কের বিআরটিসির বাসটি আটকে রাখে। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে দাঁড়ালে দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে