রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেপ্তার ওই ভুয়া ডাক্তারের নাম শফিউল্লাহ খান। একবার র্যাবের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি প্রেসক্রিপশন প্যাড, দুটি অটো সিল, ২০টি লিফলেট, ৮টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি মশিউর রহমান জানান, আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডে খান মেডিসিন কর্নারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে তথ্য পায়। পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগেও একই স্থান থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন। এতে বেশ কিছু দিন কারাগারে ছিলেন। বের হয়ে আবার একই কাজ করছেন।
ভুয়া ডাক্তার শফিউল্লাহর বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে