ঝালকাঠিতে দুটি বাসে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রিজের ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে বাস থেকে মাছ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসের সুপারভাইজারদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপারভাইজার এস এম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপারভাইজার রুবেল হাওলাদারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিশ রক্ষায় যৌথ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দকৃত মাছ ছয়টি এতিমখানা, একটি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ছয়জন দরিদ্র রিকশাওয়ালার মধ্যে বণ্টন করা হয়।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে