গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজছাত্র মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। অপর নিহত শাকিল হোসেন (১৮) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার। নিহত দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মারা যান।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে