বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। লা লিগা, স্প্যানিশ সুপারকাপ, কোপা দেল রে-ম্যাচ যেমনই হোক, বার্সা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কোপা দেল রেতে গতকাল এডি সিউটাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। শিষ্যদের ক্ষুধার্ত মানসিকতায় সন্তুষ্ট বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
আলফোনসো মুরুবি স্টেডিয়ামে গতকাল এডি সিউটা-বার্সেলোনা ম্যাচটি ছিল কোপা দেলরের শেষ ষোলোর ম্যাচ। ৪১ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় কাতালানরা। ১-০তে এগিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে মেতে ওঠে গোল উৎসবে। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। লেভানডফস্কি, রাফিনহা ছাড়া বাকি গোল দুটি করেন আনসু ফাতি ও ফ্র্যাংক কেসি।
দুর্দান্ত জয়ে শিষ্যদের ক্ষুধার্ত মানসিকতার প্রশংসা করেন জাভি। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ বলেন, ‘দলের মানসিকতা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমার্ধে আমরা একটু ভুগছিলাম তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছি। দলের মধ্যে জয়ের ক্ষুধা ছিল। আমরা দারুণ ফর্মে আছি এবং এর সুযোগ নিতে হবে আমাদের।’
লেভান্ডফস্কিকে অপরিবর্তিত রেখে দশ পরিবর্তন নিয়ে গতকাল বার্সেলোনার একাদশ সাজান জাভি। তার পরও এই বার্সাকে ‘রিজার্ভ দল’ বলতে চান না তিনি। বার্সা কোচ বলেন, ‘এটা দ্বিতীয় সারির দল ছিল না। তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং মৌসুমের শেষ পর্যন্ত থাকবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে