গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
মারা যাওয়া মুসল্লির নাম মফিজুল ইসলাম (৭৫)। তিনি ঢাকা জেলার সাভার থানার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল আলী রানার ছেলে।
ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মফিজুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ফজরের নামাজ শেষে ময়দানে তাঁর জানাজা হয়। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আজ শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানেরর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে দ্বিতীয় পর্বের সাদপন্থিদের বিশ্ব ইজতেমা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে