রাজশাহীর বাঘার পেয়ারা ও বরইয়ের প্রথম চালান ইতালিতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান।
শফিউল্লাহ সুলতান জানান, গত বুধবার উপজেলার পাকুড়িয়া গ্রামের সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের কার্যালয় থেকে পেয়ারা ও উপজেলা বাউসা গ্রামের শাইন ইকবালের বাগান থেকে এ বরই ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় শ্যামপুর সেন্ট্রাল প্যাকিং হাউসে পাঠানো হয়। সেখানে মোড়কজাতের পর এগুলো কার্গো ফ্লাইটে করে ইতালিতে পাঠানো হয়।
তিনি বলেন, এ ফল আরও বেশি পরিমাণে রপ্তানির জন্য ঢাকার বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গত বছর উপজেলার আমচাষিরা কন্টাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আম চাষ করে বিদেশে আম রপ্তানি করেছেন। এবার পেয়ারা ও বরই চাষ করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করছেন তাঁরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১৫০ হেক্টর বরই ও ৩০৪ হেক্টর পেয়ারা চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ চাষ হয়েছে পদ্মার চরে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে