Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

হাসিমুখে সমালোচনার জবাব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:১২

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত কয়েক দিন আগে হয়ে গেল গোল্ডেন গ্লোবের এ বছরের আসর। বিশ্বের নামী তারকারা এসেছিলেন উৎসবে। ছিলেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজও। ওয়েব প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য এবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন তিনি। স্ট্র্যাপলেস খয়েরি মখমলের গাউনে রেড কার্পেটে নজর কাড়েন সেলেনা। তবে উৎসব শেষে খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে তাঁকে। গোল্ডেন গ্লোবের মঞ্চে তাঁর লুক দেখে সমালোচনা করেছেন অনেকেই।

সেলেনা ইদানীং কিছুটা মুটিয়ে গেছেন। তাঁর বাড়তি ওজনের ছবি দেখে মন ভেঙে গেছে ভক্তদের। সেলেনা যে পোশাকটি পরে গোল্ডেন গ্লোবে এসেছিলেন, সেটিও অনেকের পছন্দ হয়নি। তাই সেলেনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধেয়ে আসা এসব বডিশেমিং মন্তব্য নিয়ে গতকাল মুখ খুলেছেন সেলেনা। তবে মন খারাপ করে নয়, বরং হাসি-ঠাট্টা করেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

ছোট বোন গ্রেসি এলিয়ট টিফির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে সেলেনা বলেন, ‘আমি জানি, আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু এভাবেই আমার ছুটির দিনগুলো উপভোগ করছি।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বোন তাঁর কথায় সম্মতি জানান। এরপর হেসে ফেটে পড়েন সেলেনা। বলেন, ‘আমি এখন একটু শুকানোর চেষ্টা করছি। কিন্তু আজই আবার জ্যাক ইন দ্য বক্সে (ফাস্টফুড রেস্টুরেন্ট) গেলাম। চারটি ট্যাকো, তিনটি এগ রোল, অনিয়ন রিংস আর চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেললাম। তবে আসল কথা হচ্ছে, ওজন নিয়ে আমি কোনো চিন্তাই করছি না। এই যে লোকজন বলে তুমি শুকিয়েছ বা মোটা হয়েছ কিংবা এই পোশাকটি তোমাকে মানায়নি—এসব কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

সেলেনা আরও জানিয়েছেন, নিন্দুকের কথায় কান না দিয়ে এগিয়ে যেতেই পছন্দ করেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    ভোটের মাঠে

    রাজশাহী-২: বাদশাকে নিয়ে ক্ষোভ আ.লীগে

    দেখা নেই আরাভের, গ্রেপ্তারের গুঞ্জন

    একাত্তরের উত্তাল মার্চের স্মৃতি

    স্বাধীনতার কড়চা

    রোজা এলেই বাজার অস্থির

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

    অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

    ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

    আগৈলঝাড়ায় বাবা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

    ‘বাজারে যাইতে ভয় করে’

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন