Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:০৪

ফাইল ছবি কারাগারে শূন্য পদে ৪৮ চিকিৎসক নিয়োগের নির্দেশ পালন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। 

কারা হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে আইনজীবী জে আর খান রবিন ২০১৯ সালে রিট আবেদন করেন। পরে ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে  কারাগারে বন্দীদের ধারণক্ষমতা, বন্দী ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্যপদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

নির্দেশ অনুসারে কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছিল, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ১০ জন। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের মধ্যে ১১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। 

গত বছরের ১৩ ডিসেম্বর কারা মহাপরিদর্শক আরও একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, কারা হাসপাতালে ১৪১টি পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছেন। পরে আদালত বাকি ৩৮টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ দেন, যা ৭ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়। আদালতের ওই আদেশ বাস্তবায়ন না করায় ডিজিকে তলব করা হয়েছে। 

রিটকারী আইনজীবী জে আর খান রবিন বলেন, একাধিকবার সময় নিয়েও কারাগারের শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন আদালত। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    শুধু অভিযোগের ভিত্তিতে র‍্যাব আটক করে স্বীকারোক্তি নিতে পারে কি না জানতে চান হাইকোর্ট

    রাষ্ট্রপতি নির্বাচন: ইসির প্রজ্ঞাপন স্থগিতের আবেদন চেম্বার আদালতেও খারিজ

    দুদকের চাকরিতে ফিরতে পারছেন না শরীফ

    হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট 

    হজ প্যাকেজকে অমানবিক বললেন হাইকোর্ট

    নতুন রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ: রিট আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা

    রোজার তাৎপর্য, ইতিহাস ও উদ্দেশ্য

    মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

    ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

    বেবিচকে ১,০১৪ পদে সরকারি চাকরির সুযোগ