বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

শীতকালীন ফসল উৎসব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৮

মানিকগঞ্জের ঘিওরে শীতকালীন ফসল উৎসবে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল সাড়ে আট ফুট লম্বা কচুগাছ। ছবি: আজকের পত্রিকা মানিকগঞ্জের ঘিওরে শীতকালীন ফসল উৎসব ও কৃষি উন্নয়ন মেলা হয়েছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী-রামেশ্বরপট্টি খেলার মাঠে গতকাল শুক্রবার দিনব্যাপী এই মেলা হয়। স্থানীয় অর্ধশত কৃষক তাঁদের উৎপাদিত বিভিন্ন ফসল, ফল, ফুল, ঔষধি গাছ, গবাদিপশু, বিলুপ্তপ্রায় চাল, মধু ইত্যাদি প্রদর্শন করেন।

এ ছাড়া পৌষের বাহারি পিঠা পায়েস, কাঁচা খেজুর রস ও দেশীয় আদি সংস্কৃতি উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উপজেলার কাউটিয়া গ্রামে অবস্থিত প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণবৈচিত্র্য খামারের কৃষকেরা এই মেলার আয়োজন করেন।

প্রাকৃতিক কৃষি কেন্দ্রের পরিচালক মো. দেলোয়ার জাহানের সভাপতিত্বে সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিন দেওয়ান, সমাজসেবক দেওয়ান রাজা, কৃষি খামারের প্রশিক্ষক ইফতেখার আহমেদ, স্থানীয় ইউপি সদস্য মো. লেবু মিয়া, কৃষি উদ্যোক্তা মো. আল আমিন, রফিকুল ইসলাম নওশাদসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

মেলায় বিষমুক্ত ফসলের প্রদর্শনী, নিরাপদ ফসল বিক্রি, সবার জন্য দুপুরের খাবার, প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি চেনা প্রতিযোগিতা, পিঠা-পায়েস উৎসব ও কৃষিসংগীত ধুইয়া জারি, লালনগীতি ও পল্লিগীতির আয়োজন ছিল।

মেলায় প্রাণবৈচিত্র্য খামার, গাঁয়ের দোকান, আদর্শ খামারি, গ্রাম গবেষণা, কৃষি পাঠাগার, যৌথ খামার, হোসনে আরার মাটি বাঁচাও খামার, রাজিয়ার নকশি কাঁথা, খুদে শিক্ষার্থীদের প্রকৃতি, কৃষি দৃশ্যসহ ৩০টি স্টল বসে। পরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি চেনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক মো. দেলোয়ার জাহান বলেন,  প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে গত দুই বছর নিরাপদ ফসল উৎপাদন শুরু করেছে সাইংজুরী-রামেশ্বরপট্টি গ্রামের কৃষকেরা। তাঁদের উৎপাদিত ফসল প্রদর্শনী, পরিচিতি ও বিক্রির জন্য এই শীতকালীন ফসলের উৎসব।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ১০ ছাত্রীকে মলমূত্র খাইয়ে নির্যাতন

    আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে অনীহা

    সুব্রত, জিসানসহ ২১ জনের তথ্য চেয়েছে ইন্টারপোল

    ঘন ঘন লোডশেডিং ছোট কলকারখানাগুলো পড়েছে বড় বিপদে

    দফায় দফায় দরপত্র, তবু চিনি পাচ্ছে না টিসিবি

    ভোটের মাঠে

    গাজীপুর-৩: সুযোগের আশায় একাধিক প্রার্থী

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা