২০১৫ সালে বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রের অনুমান অনুযায়ী, পৃথিবীতে গাছের সংখ্যা ৩ লাখ কোটিরও বেশি। শুধু আমাজন রেইনফরেস্টেই প্রায় ১৬ হাজার প্রজাতির ৩৯ হাজার কোটি গাছ আছে!
অন্যদিকে, মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। ধারণা করা হয়, ১০ হাজার থেকে ২০ হাজার কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে সূর্যের মতো কোটি কোটি তারকা বা নক্ষত্র।
নাসার বিশেষজ্ঞদের মতে, শুধু আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে বা আকাশগঙ্গাতেই আনুমানিক ১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি নক্ষত্র আছে।
গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে একটি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা, যা নক্ষত্র, আন্তনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাজমা (পদার্থের চতুর্থ অবস্থা) এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে গ্যালাক্সি!
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে