রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

শঙ্খ ঘোষ: যেমন দেখেছি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:২০

শঙ্খ ঘোষ। প্রতিকৃতি: সুজয় রায় আমার পিএইচডির কাজ শেষ হয়েছে তখন। চাকরিবাকরি কোনোমতে জুটেছে একটা। ভাবনা হলো, এবার কী করি! দু-এক টুকরো লেখালেখি করা যায় হয়তো; কিন্তু অগাধ আলসেমি হলে যা হয়...! কাগজ-কলম নিয়ে গুছিয়ে বসা আর হয় না। এমন সময় একদিন ছোট্ট একটি জীবনী লেখার ভার পড়ল আমার ওপর। একটি নামী প্রকাশনা সংস্থা কিশোরপাঠ্য জীবনীগ্রন্থের সিরিজ প্রকাশ করছিল তখন; ওই সিরিজের জন্যই কিশোরপাঠ্য জীবনী লিখতে বললেন আমাকে শঙ্খ ঘোষ। বললেন, ভাবো একটা ছক, পরিকল্পনা তৈরি করে নাও; লিখতে শুরু করো। ওই রকম মহৎ একটি লেখকজীবন কীভাবে ছোট পরিসরে বারো-চৌদ্দ হাজার শব্দে ধরবে, সেটা ভাবো। আর মাথায় রেখো, কোন বয়সের পাঠকের জন্য লিখছ তুমি।

বঙ্কিমচন্দ্রের মতো স্রষ্টার কথা লিখতে হবে সীমিত পরিসরে। তাঁর স্রষ্টাজীবন ও ব্যক্তিগত জীবন দুটিই অসামান্য এবং সব মিলে ব্যাপারটা যা দাঁড়ায়, তাকে অত ছোট পরিসরে ধরা—সে এক কথায় অসম্ভবই প্রায়। কিন্তু তা ভেবে বসে থাকলে চলবে কেন? এমনই অসামান্যদের জীবনী নিয়ে তত দিনে তো লিখেছেন অনেকেই। যাঁরা লিখেছেন তাঁরা নিজেরাও একেকজন স্রষ্টা। শঙ্খ বাবু নিজেও লিখেছেন এমন এক অসামান্য কিশোরপাঠ্য জীবনী। অতএব, চেষ্টা আমাকে করতেই হবে। দুটি-একটি করে বইটই পড়তে শুরু করলাম। স্যার নিজেই গোটা তিনেক বই সঙ্গে দিলেন। লেখা শুরু করলাম।

তারপর একদিন লেখা শেষ হলে স্যারের কাছে দিয়ে এলাম ফাইল। আর ঠিক এই সময়ে একটি বড়সড় দুর্ঘটনা একেবারে বিছানাবন্দী করে দিল আমাকে। লেখাটি নিয়ে স্যারের সঙ্গে কথা বলার সুযোগই হলো না। ওই পক্ষ থেকেও কোনো যোগাযোগ নেই। অসুস্থ শরীরে মনের মধ্যে নানা রকম অভিমান জমা হলো। মনে হলো, এত দিন যাই না, ফোন করি না, ছাত্রীর কী হলো... কোনো বিপদ হলো কি না—একবার জানবেন না স্যার! একদিন ফোন করলাম, ‘স্যার, দেখেছেন লেখাটা? খুব খারাপ হলো কি স্যার?’… সেদিন যেন একটু অপ্রস্তুত লাগল তাঁকে। বললেন, ‘দেখে ফেলব, আর তারপর তোমাকে জানাব আমি।’

দেখে ফেলব? তার মানে দেখেননি এখনো! আমাকে এত উৎসাহ দিয়ে লিখতে বলে নিজে ভুলে গেলেন সব? আমি তো একেবারে থমথম করছি ভেতরে। তখন শরীর অত্যন্ত অসুস্থ; অতএব উত্তেজনা বেশি,  অভিমান তীব্র। চুপচাপ নামিয়ে রাখা গেল ফোন। কী বুঝলেন স্যার কে জানে! এর দিন কয়েক মাত্র পর তাঁর ফোন এল আমার কাছে, ‘তোমার লেখাটা পড়েছি ভালো করে। ওটাই প্রেসে গেছে। আমি পাঠিয়ে দিয়েছি। ওদের হয়ে গেলে ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ দেখতে হবে একটু।’ আমি তো চুপ একেবারে। প্রুফ রিডিং তখনো জানি না আমি প্রায়। আমাকে দু-চার সেকেন্ড চুপ করে থাকতে দেখে স্যার বললেন, ‘ওসব নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না। ওটা হয়ে যাবে।’

বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন কবি ও সমালোচক শঙ্খ ঘোষ। বিভিন্ন লেখকের লেখায় ধরা পড়েছে শঙ্খ ঘোষের সাহিত্যিক ও সমালোচক সত্তা। এবার আটপৌরে শঙ্খ ঘোষের ছবি এঁকেছেন তাঁরই ছাত্রী শিপ্রা ঘোষ। তিনি যাদপুর বিশ্ববিদ্যালয়ে শঙ্খ ঘোষের তত্ত্বাবধানে ‘বাংলা ছন্দের নন্দনতত্ত্ব’ বিষয়ে পিএইচডি করেছেন। বর্তমানে শিপ্রা ঘোষ কিশোর ডারতী ভগিনী নিবেদিতা কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।

কীভাবে হবে, কী হবে, বুঝলাম না কিছু। কিন্তু স্যার বলেছেন ‘হয়ে যাবে’, এতেই খুশি হয়ে গেল মন। এরপর মাসখানেক স্যারকে ফোন করিনি আর। খুব ঘনঘন তাঁর কাছে যেতাম না আমি। ফোনও করতাম না। মাসখানেক পর একদিন স্যারের ফোন এল আবার। ‘বইটা কি তুমি কাউকে উৎসর্গ করতে চাও?’ আমি বললাম, ‘হ্যাঁ, বাবাকে।’ ও প্রান্ত থেকে স্যার রিপিট করলেন, ‘বাবাকে বলছ তো?’ আমি বললাম, ‘হ্যাঁ স্যার।’

স্যার ফোন রেখে দিলেন। এর দিন কয়েক মাত্র পরে, হঠাৎ একসময় ফোন করে বললেন, ‘বই বেরিয়ে গেছে তোমার; আমার কাছে এসেছে; কিন্তু তোমার কাছে যে দশ কপি যাবে, তার সবটা ওরা এখনো দিতে পারেনি; দিলেই তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করছি।’ একটি কথাও তখনো বলিনি আমি। বুঝলাম, আমাকে কিছুমাত্র জানতে না দিয়ে একাধিকবার প্রুফ দেখা হয়ে গেছে সম্ভবত। পরের দিনই দশ কপি ছাপানো বই চলে এল আমার কাছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম। বললেন, ‘কেমন লাগছে নিজের প্রথম বই হাতে পেয়ে?’ আমি বললাম, ‘প্রথম আবার কী স্যার? এটাই শেষ।’ তারপর সঙ্গে সঙ্গে বললাম, ‘এই দশ কপি বই দিয়ে আমি কী করব স্যার, আমার একটা অন্য জিনিস দরকার।’ স্যার বললেন, ‘কী দরকার বলো।’ বললাম, ‘ওই যে আপনি যেখানে প্রুফ কারেকশন করেছেন, ওই ফাইলটা কোথায় স্যার?’ বললেন, ‘ওটা তোমার চাই?’ খুব আস্তে আমি বললাম, ‘হ্যাঁ স্যার।’ একটু দীর্ঘ করে বললেন, ‘হুউউউউম্…।’

এর অন্তত মাস দুয়েক পর সুস্থ হয়ে তাঁর বাড়ি যেতে পেরেছিলাম যেদিন, দু-চার কথা বলার পরে বললেন, ‘এই নাও। আমি আনিয়ে রেখেছি। এটা চেয়েছিলে তুমি।’ হাতে নিয়ে খুলে দেখি এদিকে-সেদিকে ছড়ানো তাঁর হাতে লেখা প্রুফ নির্দেশ। অতি সাধারণ এক ছাত্রীর আরও সাধারণ একটি লেখার প্রুফ দেখেছেন শঙ্খ ঘোষ নিজে, একাধিকবার; নিজের অমূল্য সময় থেকে সময় দিয়ে। বস্তুত, বইটি যে কীভাবে প্রেস থেকে ছেপে বেরিয়ে গেল, আমি জানতেই পারিনি কিছু। একেবারে নিজের হাতে নিরুচ্চারে ছাত্রীর একটি বই তৈরি করে দিলেন তিনি। এমনই তাঁর হাত ভরে দেওয়া।

(লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হবে আজকের পত্রিকার অনলাইনে)

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    তাঁরা মনে হয় হেঁটে ঘোরেন না: ঢাকার লেখকদের নিয়ে সমরেশের মূল্যায়ন

    গোটা এক প্রজন্মকে আচ্ছন্ন করে রেখেছিলেন তিনি

    তিনি ভেসে গেলেন আংরাভাসার জলে

    নূরলদীন ও রংপুর কৃষক বিদ্রোহ: জাতিসত্তার দ্রোহ ও মুক্তি

    ‘মঙ্গল শোভাযাত্রা’ বাঙালি সংস্কৃতির ধারক 

    আবুল মনসুর আহমদ: প্রিয় পূর্বসূরি

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার