ঘরে একটি চোরকে লুকিয়ে রাখি,
সে আমার অতি প্রিয় মন চোর।
তাকে আনন্দে খাবার দিই, ঘুম পাড়াই, চান করাই...
আদরে আদরে সকল খেয়াল রাখি
সারাক্ষণ মন জুগিয়ে চলি।
তবুও সে
ঘর চুরি করে
আমাকে ছুরি মেরে
একটি জীবিত লাশ কাঁধে করে পালিয়ে যায় নিঃশব্দে!
ঘরে একটি চোরকে লুকিয়ে রাখি,
সে আমার অতি প্রিয় মন চোর।
তাকে আনন্দে খাবার দিই, ঘুম পাড়াই, চান করাই...
আদরে আদরে সকল খেয়াল রাখি
সারাক্ষণ মন জুগিয়ে চলি।
তবুও সে
ঘর চুরি করে
আমাকে ছুরি মেরে
একটি জীবিত লাশ কাঁধে করে পালিয়ে যায় নিঃশব্দে!
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে