Alexa
সোমবার, ২৭ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

দুই জাপানি শিশুকে নিয়ে বাবা–মায়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:১৯

ফাইল ছবি জাপানি দুই শিশুকে নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন তাদের মা এরিকো নাকানো ও বাবা ইমরান শরীফ। আজ সোমবার দুপুরে নাকানো তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ধানমন্ডির চেম্বারে সংবাদ সম্মেলন করেন। পরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করেন বাবা। মায়ের সঙ্গে ১২ বছরের বড় মেয়ে উপস্থিত ছিলেন। আর বাবার সঙ্গে ১১ বছরের মেজ মেয়ে থাকলেও সে সংবাদ সম্মেলন শুরু করার আগেই সেখান থেকে সরে যায়।

নাকানো তাঁর লিখিত বক্তব্যে ভাঙা উচ্চারণে বাংলায় বলেন, এখানে জীবন দুর্বিষহ। আমি বাংলাদেশে বন্দি জীবনযাপন করছি। আমি আমার চাকরি হারিয়েছি এবং মাকে হারাতে যাচ্ছি। মাকে দেখতে কেউ আমাকে সহযোগিতা করছে না। আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আমার ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিয়ে মাকে দেখে আবার ফিরে আসার। আমার মা ৭৬ বছর বয়সী এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অধীর আগ্রহে শেষবারের মতো আমার এবং নাতনিদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। মায়ের অসুস্থতার কারণে আমার তৃতীয় মেয়ে কার্যত একা এবং সে প্রতিনিয়ত কাঁদছে।

নাকানো বলেন, ইমরান শরীফ ২৩ ডিসেম্বর রাতে আমার ছোট মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি তার হদিস জানি না। সুপ্রিম কোর্ট পারিবারিক আদালতকে তিন মাসের মধ্যে মামলাটি শেষ করার নির্দেশ দিলেও ইমরান বিলম্ব করছে এবং এটি প্রায় এক বছর হয়ে গেছে। ভিসা কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেনি। তারা মূলত আমার ভিসা প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করে এবং অপ্রয়োজনে বিভিন্ন প্রমাণপত্র দেখতে চায়।

এদিকে ইমরান শরীফ সাংবাদিকদের বলেন, নাকানো বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আমি বিমানবন্দর যাওয়ার পর মেজ মেয়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে। সে আমার কাছে আশ্রয় চেয়েছে। তিনি (নাকানো) মেয়েদের কাছ থেকে জোর করে সাক্ষর নিয়ে নতুন পাসপোর্ট বানিয়েছে। দূতাবাস তাকে সহযোগিতা করেছে। আমার পিতৃত্বকে খুন করে ফেলা হচ্ছে। তিনি (নাকানো) যদি আমাকে না মুছে দেন তাদের জীবন থেকে, তাহলে অবশ্যই বসে সুরাহা করব। কেননা তিনি ছোট মেয়ের জীবন থেকে আমাকে মুছে ফেলেছেন। আমার চাওয়া পারিবারিক আদালতে গিয়ে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার।

এদিকে তাদের বড় কন্যা মায়ের সঙ্গে বসে জাপানে ফিরে যাওয়ার ইচ্ছের কথা সাংবাদিকদের জানায়। পরে তার হাতের লেখা একটি চিঠি সাংবাদিকদের দেন মায়ের আইনজীবী শিশির মনির। ওই চিঠিতে বড় মেয়ে লেখেছেন নানি মারা যাওয়ার আগে তার সঙ্গে দেখা করতে চায়। সে বাংলাদেশে শিক্ষা জীবনে স্থির হতে চায় না। সে জাপানে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে চায়।

এর আগে ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে গত ১৩ ফেব্রুয়ারি রায় দেন আপিল বিভাগ। আর ওই সময় পর্যন্ত দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে বলে নির্দেশনা দেন আপিল বিভাগ। সেই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়। আর এরিকো নাকানো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না বলে রায়ে উল্লেখ করা হয়।

তবে আদালতের নির্দেশ অমান্য করে গত ২৩ ডিসেম্বর দুই মেয়েকে নিয়ে দেশত্যাগের চেষ্টা করেন এরিকো নাকানো। তবে বিমানবন্দরে ইমরান শরীফ গেলে তাদের যেতে দেওয়া হয়নি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    স্বাধীনতা দিবস উদ্‌যাপনে স্মৃতিসৌধে ডাচ নারী

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

    বঙ্গবন্ধুর পাওয়া উপহারের স্মৃতি আজও আগলে রেখেছেন ঘিওরের মুন্নাফ

    শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

    সাহসিকতার পরিচয় দিয়ে ছেলেকে পাহাড়ি দুর্বৃত্তের থেকে রক্ষা করেছে বাবা 

    বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে চুরির অপবাদে নির্যাতন

    যারা পাকিস্তানের প্রেমে মগ্ন, তাদের এদেশে থাকার কোন অধিকার নেই: প্রতিমন্ত্রী 

    মিসরে ফেরাউনের উপাসনালয়ে ২ হাজার ভেড়ার মাথার মমি

    ‘৪০ হাজার টন পণ্যবোঝাই জাহাজ ভিড়বে পায়রায়’

    মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা