দরজা সত্য এবং দরজা মিথ্যা
যদি পুং
কাজ: খুলে ফ্যালা, খুলে রাখা
চিকরিকাটা বাংলো পেলে
উদ্যান করা যায়, লন্ঠনে লন্ঠনে
চাবি তখনো চাবি
তালা তখনো তালা
কে যে ব্যথা পায়!
গাছ জানে না
কিন্তু গাছের একান্ত গাছ জানে
দরজা আরও ঘনিষ্ঠ এসে
তোমার এবং তোমারও তোমার
স্পর্শকাতর লিচু ছুঁয়ে
সদাহাস্য গণজানালার বদনাম করে!
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে