গাজীপুরের টঙ্গীতে বস্তাবন্দী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে মুদাফা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকের নাম রাকিব (২০)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের শেখ খলিলুর রহমানের ছেলে। রাকিব মুদাফা এলাকার টি কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামের একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
গ্রেপ্তার দুজন হলেন—রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের আসলাম খানের ছেলে মো. শাহেদ (১৮) ও একই জেলার মনসের খারগাড়া গ্রামের আয়নাল শেখের ছেলে ইমরান হোসেন (১৭)।
পুলিশ বলছে, শুক্রবার সকালে মুদাফা এলাকায় নুরুল ইসলামের বাড়ির সামনের সড়কে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে রাখা হয়েছে। মৃত রাকিবের মুখে, গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে