কমলাপুর স্টেডিয়াম জমায়েতের জন্য অনুপযুক্ত হওয়ায় বিকল্প হিসেবে গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার বিকালে বিএনপি নেতা ড. এ জেড এম জাহিদ হোসেন ও কায়সার কামালের সঙ্গে আলোচনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এখানে সমাবেশের জন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে ঘটনাস্থলে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সমাবেশ করা সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম।’
‘পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল। আমরা লিখিত আবেদন করেছি। তাঁরা অনুমতি দিয়েছেন। আমরা মাঠটি পরিদর্শন করে এখন সমাবেশের জন্য প্রস্তুতি নেব।’
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘পুলিশ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তারা সব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে বলে জানিয়েছে। আমাদের সমাবেশ গোলাপবাগ মাঠেই হবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করব।’
বিএনপি সংশ্লিষ্ট আরও পড়ুন:
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে