নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক বিক্রিকালে পারভেজ আলম প্রকাশ ওরফে বোমা পারভেজসহ তাঁর দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল, ১৬ বোতল বিদেশি মদ ও গাঁজা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক সহযোগীরা হলেন বেলাল ও ইমরান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিক্রিকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি বোমা পারভেজসহ তাঁর দুই সহযোগীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও পারভেজের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা করা হয়েছে। মামলার পর তাঁদের সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে