ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।
১৭ সদস্যের দলে প্রথম ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের ফুলকি ছোটানো জাকির হাসান। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, ইয়াসির আলি ও তাসকিন আহমেদ। চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা তামিম ইকবাল প্রথম টেস্টেও খেলতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটে ভালো না করলেও টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।
২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে