ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে রোহিত শর্মাকে। জানা গেছে, তাঁর বাঁ হাতে এক্স-রে করতে হবে। আজ দ্বিতীয় ওয়ানডের সময় বাংলাদেশ ওপেনার এনামুল হক বিজয়ের ক্যাঁচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাতে ব্যথা পান রোহিত। মোহাম্মদ সিরাজের করা ওভারের চতুর্থ বল বিজয়ের ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে যায়। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত বল ঠিকঠাক তালুবন্দী করতে পারেননি।
ক্যাচ মিসের সঙ্গে নিজের বাঁহাতের আঙুলেও চোট পান রোহিত। আঙুল ফেটে রক্ত ঝরতেও দেখা যায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমেছেন রাজত পাতিদার। মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে রোহিতকে। মূলত স্ক্যান করানোর জন্যই নেওয়া হয়। তবে ফাটল কতটুকু, সেটা জানতে অবশ্য রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। জানা গেছে, রিপোর্ট পেতে অন্তত ঘণ্টা দুয়েক সময় লাগবে।
তবে রোহিতের হাত থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়। আউট হয়ে গেছেন ১১ রানে। এই প্রতিবেদন লেখার সময়, ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে বাংলাদেশ। বিজয়ের পর আউট হয়ে গেছেন লিটন দাস (৭) ও নাজমুল হোসেন শান্ত (২১)।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে