সাভারের আশুলিয়ায় ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল সোমবার বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—আশুলিয়ার ভাদাইলের বাসিন্দা ও আশুলিয়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (৩২), আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া গ্রামের লুৎফুর রহমান (৫৭), পানধোয়ার বাসিন্দা মো. মাসুদ (৩৩), শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামের সোহেল রানা (৩২), সাভারের শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবুল আহমেদ।
আশুলিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় আলাদা আলাদা মামলা আছে। সেই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানায় নাশকতার মামলায় সাভারের শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবুল আহমেদকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে