Alexa
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

কঙ্গোর কিশিশে হত্যাকাণ্ডে বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে ২৭২, জানাল সরকার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৫১

 কঙ্গোতে ২৭২ বেসামরিককে হত্যা করেছে বিদ্রোহীরা। ছবি: এএফপি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে অন্তত ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত সপ্তাহে এই গণহত্যা চালিয়েছে বিদ্রোহীরা। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৯ নভেম্বর ওই গণহত্যার ঘটনা ঘটে। এরপর কঙ্গোর সশস্ত্র বাহিনী জানায়, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী এই গণহত্যা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। 

সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানানো হয়েছিল। তবে সোমবার (৫ নভেম্বর) সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিহতের সংখ্যা ২৭২ বলে জানান কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে বলেও জানান তিনি। 

মধ্য আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে সেনাবাহিনী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এম২৩-এর মধ্যে লড়াই চলছে। এতে অঞ্চলটিতে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 

এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। তবে গত বছরের নভেম্বরে আবার সশস্ত্র তৎপরতা শুরু করে। কয়েক মাস শান্ত থাকার পর ফের এ বছরের অক্টোবরে আক্রমণ শুরু করে এবং অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। 

কঙ্গো সরকারের অভিযোগ, তাদের প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি সমর্থন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে রুয়ান্ডার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪ 

  জেরুজালেমে ফের গুলি, ১৩ বছরের ফিলিস্তিনি আটক

  ভারতে হাসপাতালে আগুন, নিহত ৫

  জেরুজালেমের সিনাগগে গুলি করে ৭ জনকে হত্যা

  জান্তাশাসিত মিয়ানমারে বাড়ছে আফিমের উৎপাদন

  পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

  নওগাঁ থেকে শেখ হাসিনার জনসভায় যোগ দিতে বাস-ট্রাকে নেতা-কর্মীরা

  জমে উঠেছে সাকিব-মাশরাফি-ইমরুলের প্রতিযোগিতা

  গ্রিক প্রতিশোধ না জোকারের হাসি

  শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাত জেগে অপেক্ষা করেছেন আফরোজা

  টিভিতে আজকের খেলা (২৯ জানুয়ারি ২০২৩, রোববার)

  মাউশির প্রকল্পে ১০৩ গাড়ি ভাগাভাগি