বরগুনার আমতলীতে মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় মামলার বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুর রহমান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. বদরুল হাসান বাকের।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫৫)। তিনি তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে আব্দুর রশিদ একই গ্রামের কারি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হককে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার বাদী ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেননি। গত ২৭ নভেম্বর আদালতের বিচারক ওই মামলা খারিজ করে মামলার বাদী আব্দুর রশিদকে আদালতে শোকজ করেন।
সোমবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দাখিল করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এ বিষয়ে আইনজীবী মো. বদরুল হাসান বাকের জানান, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক মামলার বাদী মো. আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে