জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) ত্রি-বার্ষিক কাউন্সিলে আ স ম আবদুর রব সভাপতি এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকেলে দলটির দপ্তর সম্পাদক আবুল মোবারক এ খবর জানিয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি আ স ম আবদুর রব আগের কমিটিতেও সভাপতি ছিলেন। শহীদ উদ্দিন স্বপন কার্যকরী সাধারণ সম্পাদক ছিলেন। সেই হিসেবে নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন নেই।
এর আগে গত রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ শিরোনামে দলটির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আজ নতুন কমিটির ঘোষণা এল।


মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে