কুমিল্লা বুড়িচং উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু নাঈম পার্শ্ববর্তী সোন্দ্রম গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার পৌনে ১১টায় সিলেটমুখী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আবু নাইমসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু নাইমকে মৃত ঘোষণা করেন।
ওসি আকুল আরও বলেন, ‘মরদেহ থানায় আছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে থানায় আনা হয়েছে। বাসের চালকসহ আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে