চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি দেশীয় অস্ত্রসহ আব্দুর রশিদ (৩৫) নামের অপহরণসহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমলারছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ। আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা গেছে, আব্দুর রশিদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অপহরণসহ ৪টি মামলার পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর আরেক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কমলাছড়ি এলাকায় অবস্থান করছে রশিদ। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ তাঁকে ওই এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। আজ সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে