গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রাতে উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘পল্টনে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
আজ রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যম বিভাগের ডিসি ফারুক হোসেন এ কথা বলেন।
এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, মেস ও বাসা–বাড়িতে অভিযান চালিয়ে ৪৭২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, বিশেষ অভিযানে আটক হওয়া অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে