Alexa
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

ময়মনসিংহ মেডিকেলে নিউমোনিয়ায় দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৬

মমেক নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।

ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ গত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু ও নবজাতক ওয়ার্ডে বর্তমানে ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সব সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’

মমেক নবজাতক ওয়ার্ডে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। প্রতিদিন অনেক শিশু দূরদূরান্ত থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু রোগীর সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  গোবিন্দগঞ্জে কূপ খননের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  সিংড়ায় ৩২ কেজির প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

  সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতার সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা, আহত ২০ 

  জেলা বিএনপির নেতাকে অবাঞ্ছিত ঘোষণা যুবদলের একাংশের 

  মুলাদীতে আ. লীগ নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

  গুনে গুনে ঘুষ নেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

  গোবিন্দগঞ্জে কূপ খননের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  আমার পকেটে আহলে হাদীসের ২ কোটি ভোট: সংসদে রহমতুল্লাহ

  এরশাদের সঙ্গে বেইমানি করে ২০১৪ সালের নির্বাচনে গিয়েছিলাম: সংসদে চুন্নু

  সিংড়ায় ৩২ কেজির প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

  সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতার সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা, আহত ২০ 

  ভুল তথ্যে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী