বিশ্বকাপে মেতেছে বড়রা
সেই সাথে চুনোপুঁটি
একটাই ঘর একটাই ছাদ
পতাকা উড়ছে দুটি।
ড্রইংরুমে একটাই টিভি
একটাই সোফাসেট
ফুটবল রেখে রিমোটের দিকে
দুজনেরই টার্গেট।
ফুটবল হাতে চুনোটা করছে
চেঁচামেচি শোরগোল
হলুদ জার্সি পরে সে বলছে
মেসি ভাই দাও গোল।
ছোট্ট পুঁটির একই উল্লাস
ঘরজুড়ে চিৎকার
নীল জার্সিতে চুমু খেয়ে বলে
নেইমার নেইমার।
চুনো আর পুঁটি উল্টো সাপোর্ট
জার্সিতে নেই মিল
আব্বু ওদের আর্জেন্টিনা
আম্মুটা ব্রাজিল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে