এ বছর নিজ জমিতে কার্পাস তুলা চাষ করেছেন কৃষক আলী আকবর। বাম্পার ফলনও হয়েছে। মানিকছড়ি, খাগড়াছড়ি, ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: আব্দুল মান্নান
শুরু হয়েছে বোরো মৌসুম। এ জন্য বিলের এক জমিতে চারা রোপণ করছেন কৃষকেরা। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: মো. মনসুর আলী
বিএনপির গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতা-কর্মীরা। রাজশাহী সদর, রাজশাহী, ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: মিলন শেখ
বরাদ্দ পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরগুলো এভাবেই পড়ে আছে। ঘরগুলোর মালিকেরা কেউ এখানে বসবাস করেন না। তাঁরা ঘর তালা মেরে রেখে পুরোনো ঠিকানায় অবস্থান করছেন। লোকশূন্য অবস্থায় পড়ে থাকা ঘরের বারান্দায় স্থান পেয়েছে গোখাদ্য ও রান্নার কাঠ-খড়ি। মনিরামপুর, যশোর, ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: আনোয়ার হোসাইন
সারা বছর নৌকা তৈরি করা হলেও শুষ্ক মৌসুমে কেনাবেচা জমে উঠে। প্রতিদিন বিক্রি হয় অর্ধ-কোটি টাকার নৌকা। এ জন্য প্রায় ৩০ বছর ধরে চলেছে গজারিয়া বাজারের ঐতিহ্যবাহী নৌকার হাট। হাটে বিক্রির জন্য নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন এলাকার দুই শতাধিক শ্রমিক-কারিগরেরা। লালমোহন, ভোলা, ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: মনজুর রহমান
পদ্মা নদীর তীরে কারিগরেরা বানাচ্ছেন বড় নৌকা। রাজশাহী। ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: মিলন শেখ
কাটা হয়েছে আমন ধান। এরপর মেশিনে চলছে মাড়াই। পবা, দারুশা বিল, রাজশাহী। ৩ ডিসেম্বর, ২০২২। ছবি: মিলন শেখ
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে