পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ হামলা-ভাঙচুরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাঁকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
একই মামলায় বিএনপির ৬ জনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। এছাড়া বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে হামলা-ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে একই বেঞ্চ ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
এদিকে ঢাকার দোহার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, বরিশাল, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে দায়ের করা পৃথক নাশকতার মামলায় বিএনপির ৪৩৫ নেতা কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আব্দুল জব্বার ভূইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে