সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের ২০৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থানায় মামলা করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে এ মামলা করা হয়।
আজ বুধবার সকালে খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আফাজ উদ্দিন ব্যাপারী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেন। এ ছাড়া গত রোববার রাতে বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস বাদী হয়ে বেলকুচি থানায় পৃথক মামলা করেন। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
মামলায় জানা গেছে, এনায়েতপুরের আওয়ামী লীগের সাধারণ আফাজ মঙ্গলবার রাতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেজি মোড় যাচ্ছিলেন। পথে বিএনপির নেতা–কর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও হামলা চালান। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে রোববার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা মুকুন্দগাতি ফিরছিলেন। পথে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি গ্রামে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ও হামলা করে বিএনপি ও ছাত্রদলের নেতারা। এ ঘটনায় রাতেই বেলকুচি থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এ বিষয়ে বেলকুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে