ঝিনাইদহের যাদবপুর ও চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তের আকন্দবাড়িয়া এলাকা থেকে ৯১টি স্বর্ণের বারসহ আব্দুস শুকুর নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ কয়েক দিন আগে তথ্য পাই যে ঝিনাইদহের যাদবপুর ও চুয়াডাঙ্গার নিমতলা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বিজিবির টহল দল যাদবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের একটি কলাবাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ৮৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
লে. কর্নেল আরও বলেন, একই সময়ে চুয়াডাঙ্গার নিমতলা বিওপির আকন্দবাড়িয়া এলাকায় আব্দুস শুকুরকে দেখে সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর জুতার নিচ থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৯১টি স্বর্ণের বারের আনুমানিক দাম ৮ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার টাকা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে