রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় মো. জাহাঙ্গীর হোসেন মৃধা (৩৭) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন নুরু মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়া কান্দা গ্রামের মো. জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারে বাবা-মা, স্ত্রী ও ৫ বছরের এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকার দৌলতদিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে উড়াকান্দার দিকে আসছিলেন জাহাঙ্গীর হোসেন মৃধা। পথে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন নুরু মন্ডলপাড়া এলাকায় এলে পেছন থেকে এসডিএমএম পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এর কিছু সময়ের মধ্যেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতদিয়া বাজারের সাইফুল ইসলাম নামের এক ওষুধ ব্যবসায়ী বলেন, ‘তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন। সন্ধ্যার দিকে তিনি আমার ফার্মেসিতে ওষুধের বিল (টাকা) নিতে আসেন। আমি তাঁকে বিল দিয়ে দিলে তিনি বাড়ির দিকে রওনা দেন। এর কিছুক্ষণ পর শুনতে পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে দেখি তিনি আর আমাদের মাঝে নেই।’
আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, চালকের সহযোগী ও সুপারভাইজার পলাতক রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে যদি মামলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে