বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা। আজ কাতারের আল-জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরুনের গোলপোস্টের দায়িত্ব সামলাচ্ছেন ডেভিস এপাসি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে ইন্টার মিলানের এই গোল রক্ষককে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌদি আরবের ক্লাব আবহার গোলরক্ষক ডেভিস এপাসিকে।
স্পোর্টসের ইতালি প্রতিনিধি ও জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো টুইটে জানিয়েছেন, আন্দ্রে ওনানা ‘প্রথাগত’ নন, এ জন্য তাঁকে দলে রাখা হয়নি। ওনানার গোলকিপিং ভিন্ন ধরনের। তাঁকে ক্যামেরুনের কোচ রিগোবের্ত সং আরও ‘প্রথাগত’ হওয়ার পরমার্শ দিয়েছিলেন। কিন্তু ধরন পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই ওনানার।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন ওনানা। ক্যামেরুনের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইন্টার মিলান গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী ওনানা। গত গ্রীষ্মে নেদারল্যান্ডস ক্লাব আয়াক্স ছেড়ে ফ্রি এজেন্টে ইতালিয়ান লিগ ইন্টার মিলানে যোগ দেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে