ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওর দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না। ভবিষ্যতে এমন মামলা করলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথোরিটিকে নির্দেশ দিয়েছেন আদালত।
ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে আজ রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।
এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার (চেক প্রত্যাখ্যান) মামলা করতে পারবে না বলে গত ২৩ নভেম্বর রায় দেন একই বেঞ্চ। তবে তারা অর্থঋণ আদালতে মামলা করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রোববার আদালত বলেন, এনজিওগুলো বেআইনিভাবে ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার মামলা করে আসছে। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন। ইলিয়াস আলীর পক্ষে ছিলেন রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাকের ব্যাংকের পক্ষে জিসান মাহমুদ। এই মামলা শুনানির সময় আদালত আইনজীবী জামিউল হক ফয়সালের বক্তব্যও শোনেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে