ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের চাপায় অটোরিকশার নিহত পাঁচযাত্রীর দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আজ সোমবার আটক ট্রাকচালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-নান্দাইল সড়কের ছোটপুল এলাকায় ত্রিশালগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই দুই দম্পতি মারা যান।
নিহতেরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী হোসনা বেগম (৩৫), ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের জাকির হোসেন (৩০), তাঁর স্ত্রী খায়রুন্নেসা (২৬)। অপরজন অটোরিকশা চালক আনারুল ইসলাম (৩৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী। তাঁরা স্থানীয় বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে ত্রিশালের দিকে যাচ্ছিলেন। পথে বালিপাড়া বাজার থেকে জাকির হোসেন ও তার স্ত্রী ওঠেন। ওই সড়কের ছোটপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই দম্পতিসহ অটোরিকশার চালকের মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই জাকির হোসেনের বড় ভাই হুমায়ূন কবীর বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেন। রাতেই নিহতের স্বজনেরা মরদেহ তাঁদের বাড়িতে নিয়ে যান। প্রত্যেককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে