খাদ্যনিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০-এর সম্মেলন। গতকাল মঙ্গলবার বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে কথোপকথন হয়েছে। নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এদিকে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রতিবছর ভারত থেকে ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সরকার বলছে, ভারতই প্রথম ভিসা ন্যাশনাল দেশ হিসেবে এই সুবিধা পাচ্ছে। এর ফলে ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ব্রিটিশ সরকার জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে আমাদের বেশি যোগাযোগ রয়েছে। যুক্তরাজ্যের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই ভারতের।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানিয়েছে, আজ ইউকে-ইন্ডিয়া চুক্তি নিশ্চিত হলো। এই চুক্তির আওতায় ১৮–৩০ বছর বয়সী সনদধারী ৩০ হাজার ভারতীয় প্রতিবছর যুক্তরাজ্যে এসে দুই বছর তরুণ পেশাজীবী হিসেবে কাজ করতে পারবেন।
এর আগে গত বছর যুক্তরাজ্য-ভারত অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপ চুক্তি হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে