রেকর্ড গড়া যেন এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। মাঠে তো একের পর এক রেকর্ড তিনি গড়ছেনই। এবার মাঠের বাইরেও এক রেকর্ডে নাম লেখালেন হালান্ড। এই মুহূর্তে সবচেয়ে দামী ফুটবলার হলেন নরওয়েজীয় এই ফুটবলার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হালনাগাদ করেছে ট্রান্সফারমার্কেট। সে অনুযায়ী শীর্ষস্থানে থাকা হালান্ডের দাম ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরে এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন ভিনিসিউস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে আসেন হালান্ড। সিটিতে এসে সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচে করেছেন ২২ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৭ গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৫ গোল।
সবচেয়ে দামি ১০ ফুটবলার (বাংলাদেশি টাকায়)
আর্লিং হালান্ড (১৭০০ কোটি)
কিলিয়ান এমবাপ্পে (১৬০০ কোটি)
ভিনিসিউস জুনিয়র (১২০০ কোটি)
ফিল ফোডেন (১১০০ কোটি)
জুড বেলিংহাম (৯০০ কোটি)
পেদ্রি (৯০০ কোটি)
হ্যারি কেন (৯০০ কোটি)
দুসান ভ্লাহোভিচ (৮৫০ কোটি)
জামাল মুসিয়ালা (৮০০ কোটি)
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে