যশোরের ঝিকরগাছায় অসময়ে শিম চাষে লাভবান হয়েছেন কৃষক আলমগীর হোসেন আলম। তিনি অসময়ে ১২ শতক জমিতে শিম চাষ করেছেন। প্রতি সপ্তাহে খেত থেকে ২ মণ করে শিম তুলছেন। খরচ বাদে এবার অন্তত দেড় লাখ টাকা লাভ হতে পারে বলে জানিয়েছেন এই কৃষক।
গতকাল শুক্রবার উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে গিয়ে দেখা গেছে, আলমের খেতে শিমগাছে ফুল আর ফলে ভরা। গাছের চেহারা দেখে বোঝার উপায় নেই, এগুলো অসময়ে চাষ করা শিমের খেত।
কৃষক আলম বলেন, ‘গত মে মাসের মাঝামাঝিতে ১২ শতক জমিতে রহিম জাতের (স্থানীয় নাম) শিমের বীজ রোপণ করি। এসব চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক ও মাচা তৈরিসহ ৭৫ দিনে মোট ৮ হাজার টাকা খরচ হয়েছে।’
আলম আরও বলেন, ‘গাছের বয়স ৬০ দিন হলে শিম ওঠানো শুরু করি। এখন প্রতি সপ্তাহে খেত থেকে ২ মণ করে শিম তুলছি। অসময়ের কারণে এ সবজি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার পাইকারি ৭০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আগে ১৩০ টাকা দরেও শিম বিক্রি করেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘শিম শীতকালীন সবজি। এটা অসময় চাষ করলে বেশি দাম পাওয়া যায়। আলমগীর হোসেন সবজি চাষে বরাবরই ভালো করছেন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে