করোনাভাইরাস সংকট মোকাবিলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সৌজন্যে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীনের কাছে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (এমপি গ্রুপ) তৌহিদুল ইসলাম বাঘাসহ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কে এম সাহাব উদ্দীন বলেন, বর্তমান করোনা রোগীদের সেবা দিতে হাসপাতালে যথেষ্ট অক্সিজেন সেবার ব্যবস্থা রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে