Alexa
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

সেকশন

epaper
 

এমবাপ্পে পিএসজিতে স্বাধীনতা কম পান, স্বীকার করছেন কোচ গালতিয়ের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬

ফ্রান্সের চেয়ে পিএসজিতে স্বাধীনতা কম পান এমবাপ্পে, স্বীকার করেছেন কোচ গালতিয়ের। ছবি: সংগৃহীত পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে। 

এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্‌-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’ 

পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’ 

এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার। 

বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   
  ফুটবল বিশ্বকাপ

  পোল্যান্ডকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

  ফুটবল বিশ্বকাপ

  ফ্রান্সকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হলো না তিউনিসিয়ার

  ফুটবল বিশ্বকাপ

  নেইমারকে গোড়ালি ধার দিতে চান দেল পিয়েরো

  কাল খেলা, আজ ইংল্যান্ড খেলোয়াড়দের পেট খারাপ

  ফুটবল বিশ্বকাপ

  যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হারে ইরানিদের উল্লাস 

  অনুশীলনের সময় মারা গেলেন ২২ বছর বয়সী ফুটবলার

  স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে বড় ভাই খুন 

  ফুটবল বিশ্বকাপ

  পোল্যান্ডকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

  অর্থায়ন কমায় রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে জোর

  এনডিটিভির মালিকানা চলে গেল আদানির হাতেই

  সম্মেলনের আগেই উৎসবে আ. লীগ নেতা-কর্মীরা

  ফুটবল বিশ্বকাপ

  ফ্রান্সকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হলো না তিউনিসিয়ার