Alexa
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

সেকশন

epaper
 

বোদায় নৌকাডুবি: ৫১ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৭

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজ আজকের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। 

দীপঙ্কর রায় বলেন, বিভিন্ন স্থান থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি বীরগঞ্জ থানায় রয়েছে। তবে বেশির ভাগ লোকের বাড়ি বোদা উপজেলায়। একজনের বাড়ি ঠাকুরগাঁও জেলা ও একজন আটোয়ারী উপজেলার রয়েছেন। আজকের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ উদ্ধার তালিকা থেকে জানা গেছে, অজ্ঞাত এক মরদেহ বাদে ৫০ মরদেহের মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন নারী ও শিশু ১৩ জন। বোদা উপজেলার মারা গেছে ২৯ জন, দেবীগঞ্জ উপজেলার মারা গেছে ১৮ জন এবং আটোয়ারী উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড় সদরের একজন করে মারা গেছে।

উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

এঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। 

আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে বড় ভাই খুন 

  সম্মেলনের আগেই উৎসবে আ. লীগ নেতা-কর্মীরা

  তিন মাস বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন যোগাযোগ 

  উত্তরায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

  ডাকাতি ঠেকাতে পুলিশ-জনতার সতর্ক পাহারা

  কমিউটার ট্রেন-ট্রলির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন শত শত যাত্রী

  স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে বড় ভাই খুন 

  ফুটবল বিশ্বকাপ

  পোল্যান্ডকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

  অর্থায়ন কমায় রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে জোর

  এনডিটিভির মালিকানা চলে গেল আদানির হাতেই

  সম্মেলনের আগেই উৎসবে আ. লীগ নেতা-কর্মীরা

  ফুটবল বিশ্বকাপ

  ফ্রান্সকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হলো না তিউনিসিয়ার