Alexa
রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

পাকিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে ৯৩৭, জরুরি অবস্থা জারি

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫:০৪

পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ৩৪৩ শিশুসহ ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে। ছবি: এএফপি পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ৩৪৩ শিশুসহ ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে, ৩০৬ জনের। আর বেলুচিস্তানে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। 

পাকিস্তানে বন্যায় গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ছবি: এএফপি এ ছাড়া প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। সরকারি-বেসরকারি আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে। অনেক এলাকায় সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানিতে ভেসে গেছে সেতু।

চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ লাখ ঘরবাড়ি। আশ্রয়হীন ৩ কোটি মানুষ। দুর্গতদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষয়ক্ষতি সামাল দিতে পাকিস্তানের বড় অঙ্কের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রী শাহবাজ বন্যা ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ইরাকে ইউটিউব তারকার ‘অনার কিলিং’, ক্ষোভে তোলপাড় টুইটার 

  ৩ মাসের শিশুকে ৫১ বার গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

  আইএমএফের শর্তগুলো আমাদের কল্পনার বাইরে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

  পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা 

  ঝাড়খণ্ডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

  পাকিস্তানের মসজিদে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলায় নিহত বেড়ে ৮৩ 

  ৫ ইউনিটের চেষ্টায় পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

  ‘তুর কলিজায় এতবল আসে কোত্থেকে, সামনাসামনি আয়’

  শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ভাই-বোন নিহত

  ‘হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে’

  আঙিনায় জোড়া বাঘ, বনরক্ষীদের শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

  আগারগাঁওয়ের চাপ কমাতে ঢাকায় পাসপোর্ট অফিসের সীমানা পুনর্নির্ধারণ