মস্কো লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকায় রাশিয়ার মিত্রদেশগুলোকে যথাযথ সম্মান প্রদর্শন করে। রাশিয়া তার মিত্র দেশগুলোকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মস্কোর নিকটবর্তী একটি শহরে সামরিক সহযোগিতামূলক ফোরাম ‘আর্মি-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সবচেয়ে আধুনিক অস্ত্র সরবরাহে প্রস্তুত। ছোট অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, বিভিন্ন ধরনের কামান, সামরিক পরিবহন বিমান এবং নামহীন আকাশযানও সরবরাহ করা হবে।’
এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার ভ্লাদিমির পুতিন এশিয়া চীন-তাইওয়ান উত্তেজনায় আগুনে ঘি ঢালার অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন, তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ‘সম্পূর্ণভাবে পরিকল্পিত উসকানি’ দেওয়ার লক্ষ্যেই করা হয়েছিল।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অস্ট্রেলিয়া ব্রিটেন সমন্বয়ে গঠিত জোট অকাসকে (AUKUS) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ন্যাটোর মতো সামরিক জোট গড়ে তোলার পাঁয়তারা বলেও আখ্যা দেন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে—পশ্চিম ইউরোপের ন্যাটোর সঙ্গে সাদৃশ্য রেখেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বলয় প্রসারিত করতে চাইছে এবং এই উদ্দেশ্যে একটি আক্রমণাত্মক সামরিক-রাজনৈতিক জোট গঠন করা হচ্ছে।’
তাইওয়ানে পেলোসির সফরকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে পুতিন বলেন, ‘এটি কেবল একজন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদের সাধারণ কোনো সফর নয়। এই সফর এই অঞ্চল ও বিশ্বে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একটি উদ্দেশ্যমূলক, সচেতন মার্কিন কৌশলের অংশ।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে