রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

গরুর গুঁতায় ধরাশায়ী বিজেপি নেতা 

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২৩:৪৯

 গরুর আঘাতে বাম পায়ের হাড়ে ফাটল দেখা দিয়েছে বিজেপি নেতা নিতিন প্যাটেলের। ছবি: সংগৃহীত  গুরুর গুঁতায় ধরাশায়ী হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নিতিন প্যাটেল। তাঁর নেতৃত্বাধীন ‘তেরঙা যাত্রা’ শীর্ষক একটি মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় গরুটি দ্রুতবেগে এসে তাঁকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের মাহসেনা জেলার কাদি শহরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিতিন প্যাটেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর বাম পায়ের হাড়ে ফাটল দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকেরা। 

প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের নিতিন প্যাটেল নিজেই বলেন, ‘কাদিতে একটি তেরঙা যাত্রার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় ২ লোকের অংশগ্রহণ ছিল। মিছিলের জন্য নির্ধারিত দূরত্বের প্রায় ৭০ শতাংশ অতিক্রমে একটি সবজি বাজারে পৌঁছানোর সময় হঠাৎ একটি গরু ছুটে আসে।’ তিনি জানান, এই হঠাৎ সংঘর্ষে তিনিসহ আরও বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, নিতিন প্যাটেল মিছিলের অগ্রভাবে একটি তেরঙা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর আশপাশের বেশ কয়েকজন তাঁকে ঘিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন সময় মিছিলের সামনে থেকে দ্রুতবেগে একটি গরু ছুটে আসে। এসে নিতিনের শরীরের ডান পাশে আঘাত করে চলে যায়। তৎক্ষণাৎ নিতিন মাটিতে পড়ে যান। যাওয়ার সময় গরুটি আরও বেশ কয়েকজনকে আহত করে। 

সেখান থেকে দ্রুত নিতিন প্যাটেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে এবং সিটি স্ক্যান করা হয়। এক্স-রে থেকে দেখা যায়, তাঁর বাম পায়ের হাড়ে ছোট ফাটল রয়েছে। তবে তিনি মাথায় কোনো আঘাত পাননি। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

    ভারতে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ৩৮, আহত ৪০০

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার

    শেয়ারট্রিপের জন্য ইস্টার্ন ব্যাংকের ১ কোটি টাকা স্টার্টআপ ঋণ