Alexa
রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২

সেকশন

epaper
 

বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ১২ আগস্ট ২০২২, ২৩:৫৪

ময়মনসিংহের ফুলপুরে বাস চাপায় ধুমরে মুচড়ে যায় অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা  ময়মনসিংহের ফুলপুরে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) ও একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে মুচড়ে গিয়ে ছয় যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মিয়া নামে একজন মারা যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, ‘গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর স্বজনরা মরদেহ নিয়ে চলে যায়।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  জামালপুরে রিকশাচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

  নান্দাইলে মধ্যরাতে স্বর্ণের দোকানে ডাকাতি, পুলিশ দেখে ককটেল বিস্ফোরণ

  আনারস কাটার সময় বটিতে উপুড় হয়ে পড়েন তাসমিনা, সেখানেই মৃত্যু

  তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ: জোয়ানা পরিবহনের চালক গ্রেপ্তার

  আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার, চলছে আশ্রয়ণের ঘর নির্মাণ 

  ফুটবলারদের জন্য বিশেষ অ্যাপ আনছে ফিফা 

  শ্রীপুরে যুবককে তুলে নিয়ে রাতভর নির্যাতন, পরে মৃত্যু

  বোয়ালমারীতে এক পরিচিতের বাসায় আত্মগোপনে ছিলেন রহিমা বেগম: দৌলতপুরের ওসি

  খুলনায় নিখোঁজ রহিমা বেগম ফরিদপুর থেকে জীবিত উদ্ধার

  ফোন ভাঙার ঘটনায় নিষিদ্ধ হতে পারেন রোনালদো 

  অধিনায়ক সাবিনা খাতুন ও তাঁর মাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সংবর্ধনা